মুক্তাগাছায় তিতাসের ঝটিকা অভিযান

প্রতিনিধি, ময়মনসিংহ: শেয়ার বিজে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গত বুধবার (২৬ জানুয়ারি) জেলা শহরসহ মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেছে তিতাসের একটি টিম। এসময় সাতটি অবৈধ সংযোগ, বকেয়া বিলের কারণে ১১টি এবং একটি আবাসিক সংযোগ নিয়ে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার করার কারণে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া দুই লাখ ৮০ হাজার টাকা বকেয়া বিল আদায় করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন তিতাসের ম্যানেজার শওকত হোসেন ও সহকারী প্রকৌশলী মো. কাউসার।

অভিযান প্রসঙ্গে তিতাসের উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম শেয়ার বিজকে জানান, মুক্তাগাছায় গ্যাস সংকট ও অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা আমাদের নজরে আসে। এরপরই আমরা মুক্তাগাছায় ঝটিকা অভিযান পরিচালনা করি। এ অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি, দৈনিক শেয়ার বিজের ৭-এর পাতায় ‘মুক্তাগাছায় বাসাবাড়িতে গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহকরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গ্যাসের আবাসিক গ্রাহক, সাধারণ মানুষ ও তিতাসের কর্মকর্তাদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে মুক্তাগাছা উপজেলার আবাসিক  গ্রাহকদের মাঝে গ্যাস সংকট নিয়ে যে অসহনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সে চিত্রই উঠে এসেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশের পরই এমন অভিযান পরিচালনা করল তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।