Print Date & Time : 9 September 2025 Tuesday 11:21 pm

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বাঙালি জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসীদের সম্প্রীতি রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন, বীর বিক্রম। এতে নিজেদের ব্যানারে অংশ নিয়েছে সংগঠনটির শরিয়তপুর জেলা কমিটি, যার নেতৃত্বে ছিলেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ সংগঠনটির অন্যান্য সদস্য।