মুক্তি পাচ্ছে রানী মুখার্জির ‘মার্দানি ২’

 

শোবিজ ডেস্ক: অভিনেত্রী রানী মুখার্জি। সিনেমাতে খুব একটা নিয়মিত নন। অনেকে বলেছে তার জনপ্রিয়তা ফুরিয়ে গেছে? মোটেও না। ২০১৪ সালে তার অভিনীত সিনেমা ‘মার্দানি’ মুক্তি পায়। প্রদীপ সরকার পরিচালিত সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল। সিনেমাটিতে সিনিয়র পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই সিনেমায় নারী পাচারকারীদের সঙ্গে লড়াই করে নিষিদ্ধ পল্লি থেকে বহু মহিলাকে উদ্ধার করতে দেখা যায় তাকে। তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। তিনি ঘোষণা দেন এবার ‘মার্দানি ২’ করার, কারণ এর চিত্রনাট্য আমার পছন্দ হয়েছে। এ সিক্যুয়ালে তাকে সেই পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। তবে সিনেমা সিক্যুয়ালে পরিচালকের পরিবর্তন এসেছে। এবার এটি পরিচালনা করেছেন গোপী পুথরান। প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস। এর শুটিং হয়েছে রাজস্থান, জয়পুর ও কোটাতে। এরই মধ্যে ‘মার্দানি ২’-এর প্রথম ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। মাত্র ৩৮ সেকেন্ডের এ টিজারটি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রকাশ করেছে। সেখানে তাকে সাদা শার্ট ও কালো ট্রাউজারে দেখা গেছে। এতে কেন্দ্রীয় চরিত্রে রানীকে দেখা গেলেও ভিলেনের চরিত্রে কে থাকবে সেটা নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করেছেন। চলতি বছরের ১৩ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে এটি।