মুক্তি পেলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ

শেয়ার বিজ ডেস্ক : জননিরাপত্তা আইনে প্রায় সাত মাস ধরে আটক থাকা জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অবশেষে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র বিভাগ একটি নির্দেশিকা প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। খবর: এনডিটিভি।

গত বছর ৫ আগস্টে ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই বন্দি দশায় রাখা হয় ফারুক আবদুল্লাহকে। জননিরাপত্তা আইনে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটকে রাখা যায়।

৮৩ বছর বয়সি ফারুক আবদুল্লাহর পাশাপাশি একই সময় থেকে আটক করে রাখা হয়েছে তার ছেলে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিসহ কাশ্মীরের আরও বহু রাজনৈতিক নেতাকে। আবদুল্লাহ এখন মুক্তি পেতে চললেও বাকিরা এখনও আটক বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ফারুক আবদুল্লাহ তিনবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ন্যাশনাল কনফারেন্স থেকে তিনি পাঁচবার পার্লামেন্ট সদস্যও হয়েছেন। এ মুহূর্তেও লোকসভার সদস্য তিনি। ফারুক আবদুল্লাহর মুক্তির ঘোষণা আসার পর তার মেয়ে ট্যুইটে লিখেছেন, ‘আমার বাবা এখন আবার মুক্ত মানুষ।’

সংবিধানের ৩৭০ ধারা তুলে দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময় সেখানে জারি করা হয়েছিল নানা নিষেধাজ্ঞা। ওই সময়ই ফারুক আবদুল্লাহর ওপর জননিরাপত্তা আইন প্রয়োগ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই বিরোধীরা প্রতিবাদ জানিয়ে এলেও ছাড়া হয়নি ফারুককে, বরং ডিসেম্বরে তাকে আটক রাখার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। অবিলম্বে ফারুক আবদুল্লাহর মুক্তি চেয়ে সম্প্রতি আটটি বিরোধী দল কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানায়। অন্যদের মুক্তির দাবিও জানিয়েছে তারা। এর পরই জম্মু-কাশ্মীর প্রশাসন ফারুককে মুক্তি দেওয়ার কথা জানাল।