Print Date & Time : 13 August 2025 Wednesday 12:51 am

মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) মুগদা জেনারেল হাসপাতালের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে আঁচে এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৯ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালের ৬ তলায় নির্মাণাধীন আইসিইউ ফ্লোর থেকে প্রথম আগুন ছড়ায় বলে জানান তারা।

আইসিইউ নির্মাণাধীন থাকায় সেখানে কোনো রোগী ছিল না। তবে এ ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক জন সিনিয়র নার্স রয়েছেন। দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর বাকি সাত জনের মধ্যে কয়েকজনকে ঢামেকে ও কয়েকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ ভর্তি করা হয়েছে।

এদিকে দুপুর ১২টায় হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে পৌনে একটার দিকে অকুস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। বেলা ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।