প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন নাইমুল হোসাইন রোমান্স অন্যন্যা নামের এক দম্পতি। গত ১৪ ফেব্রæয়ারি এই ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় নাইমুল হোসাইন রোমান্স হামলার প্রতিবাদে তার বাসভবনে সংবাদ সম্মেলন করেন। রোমান্স মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে নাইমুল হোসাইন রোমান্স তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১৪ ফেব্রæয়ারি রোমান্স ও তার স্ত্রী অন্যন্যা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঘুরতে যান। আনুমানিক বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে স্মৃতি কমপ্লেক্স থেকে মোটরসাইকেলযোগে মেইন গেটের সামনে পৌছালে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হামিদুলের ছেলে মাকসুদুল, মেহেরপুর শহরের খাঁনপাড়া এলাকার পুটুর ছেলে লিমনসহ অজ্ঞাত আরও ২-৩ জন তাদের মোটরসাইকেলের গতি থামিয়ে অতর্কিত হামলা চালিয়ে রোমান্সকে রক্তাক্ত জখম করে। এসময় তার স্ত্রী অনন্যা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে। এসময় অন্যন্যার গলায় থাকা একটি ১ ভরি ৪ আনা লকেটসহ স্বর্ণের চেইন, ২টি আংটি ও রোমান্সের কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও অভিযোগ করে বলেন, আহত অবস্থায় ঘটনাটি মুজিবনগর থানা পুলিশকে জানালে প্রাথমিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করলেও পরে অদৃশ্য কারণে মামলা বা অভিযোগ না নিয়ে বিষয়টি মিমাংসার কথা বলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এঘটনায় কোন প্রতিকার না পেয়ে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা করার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অপরিচিত নম্বর থেকে ফোন করে মামলা তুলে নেওয়াসহ বিভিন্ন হুমকি প্রদান করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সঠিক বিচারের দাবী জানান।