Print Date & Time : 27 August 2025 Wednesday 11:49 pm

মুজিববর্ষ উপলক্ষ্যে কর্মসংস্থান ব্যাংকের যুব ঋণের চেক বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচী ২০২০’ এর আওতায় বঙ্গবন্ধু যুব ঋণের চেক বিতরণ করেছে কর্মসংস্থান ব্যাংক।

গত ২৪ মার্চ এই উপলক্ষ্যে নাটোরের রাজবাড়ীতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ও রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান। সভাপতিত্ব করেন নাটোর জেলা পরিষদের প্রশাসক শামীম আহমেদ।

এদিন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ৬০টি শাখার ৯৫৬ জন ঋণ গ্রহীতার মধ্যে বঙ্গবন্ধু যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়নে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে কাজে লাগিয়ে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে দেশের প্রশিক্ষিত বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃজনের উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি