Print Date & Time : 2 August 2025 Saturday 11:46 pm

মুনতাসীর মামুনকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থকে তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে। আজ মঙ্গলবার মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান একথা জানান।

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘তিনি যথেষ্ট ভালো আছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।’

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।