নিজস্ব প্রতিবেদক: মুনাফায় ফিরল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং লিমিটেড। এজন্য গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটি এক শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে।
বিষয়টি সাধারণ সভায় অনুমোদনের জন্য প্রস্তাব করা হবে। এর পূর্ববর্তী দুই বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আজ সোমবার ( ২১ জুন) বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কর্তৃপতক্ষ।
গত ২০ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ১৩ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক ৪ টাকা ২৫ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৩৬ পয়সা।
এজন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই সকাল ১১টায়। ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এজিএম। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুলাই। উল্লেখ্য কোম্পানিটি ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এজিএম একসাথে করবে।
শেয়ার বিজ/এসএটি

Print Date & Time : 20 July 2025 Sunday 8:50 pm