মুনাফা বাড়ছে চীনের শিল্প খাতে

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার বিষয়টি বছরজুড়ে সক্রিয়ভাবে মোকাবিলা করেছে চীন। গতকাল রোববার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্ষিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা সত্ত্বেও দেশটির শিল্প খাতের মুনাফা বেড়েছে। তবে আগামী বছর মুনাফার ক্ষেত্রে ঝুঁকি থাকবে বলে মনে করছে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। খবর: রয়টার্স।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর কেন্দ্রীয় সরকার গৃহীত সব সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মন্ত্রণালয়। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সবকিছু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য বিতর্ক প্রশমনে চলতি মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

উভয় দেশই বাণিজ্যযুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের একটি চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। সে আলোকে বেশকিছু চীনা পণ্যে শুল্ক কমাবে চীন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাড়তি পণ্য কিনবে চীন। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করতে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। উভয় পক্ষই প্রয়োজনীয় প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলেও জানানো হয়।

এদিকে চীনের শিল্প খাতের প্রবৃদ্ধি নভেম্বরে আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে অভ্যন্তরীণ চাহিদা নি¤œমুখী হওয়ার কারণে আগামী বছর মুনাফার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। দেশটির শিল্প খাত গত প্রায় এক বছর ধরে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আসছে। মূলত চাহিদা কমে যাওয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজযুদ্ধের কারণে তাদের এ পরিস্থিতিতে পড়তে হয়েছে।

অবশ্য সাম্প্রতিক সময়ের কিছু পরিসংখ্যান চীনের উৎপাদন ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে। এক্ষেত্রে দেশটির সরকারের প্রবৃদ্ধির জন্য সহায়ক কিছু পদক্ষেপ মূল ভূমিকা পালন করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী, নভেম্বরে চীনের শিল্প খাতের মুনাফা আগের বছরের তুলনায় পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৯ হাজার ৩৯০ বিলিয়ন ইউয়ান বা আট হাজার ৪৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। টানা তিন মাস কমার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে শিল্প খাত। এ সময় উৎপাদন ও বিক্রি বেড়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্যানুযায়ী, অক্টোবরে মুনাফা ৯ দশমিক ৯ শতাংশ হ্রাস পায়। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো পাঁচ দশমিক ৬১ লাখ কোটি ইউয়ান মুনাফা করে, যা আগের বছরের তুলনায় দুই দশমিক এক শতাংশ কম। তবে প্রথম ১০ মাসের দুই দশমিক ৯ শতাংশের তুলনায় নভেম্বরের পরিস্থিতি কিছুটা ভালো অবস্থানে ছিল।

পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত বিবৃতিতে ঝু হং নামে একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘শিল্পের ক্রমেই ঘুরে দাঁড়ানোর জন্য উৎপাদন ও বিক্রি বৃদ্ধি মূল ভূমিকা পালন করছে। তবে কারখানা থেকে বিক্রির হার এখনও সন্তোষজনক পর্যায়ে নেই। এভাবে ঘুরে দাঁড়ানোকে টেকসই মনে করা হচ্ছে না বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নভেম্বরে মুনাফা প্রবৃদ্ধি ইতিবাচক হলেও অর্থনীতির নি¤œগামিতা এখনও বড় উদ্বেগের কারণ।

নভেম্বরে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলোর মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ছয় শতাংশ। বছরের দ্বিতীয়ার্ধের নি¤œগামী অবস্থানের তুলনায় এ মাসে কিছুটা ঘুরে দাঁড়াতে দেখা গেছে। এ সময় বেসরকারি খাতেও মুনাফার ক্ষেত্রে উন্নতি হয়েছে। খাতগুলোর মধ্যে রাসায়নিক, পেট্রোলিয়াম ও ইস্পাত খাত সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা এখনও উদ্বেগের কারণ বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা।