Print Date & Time : 8 July 2025 Tuesday 5:52 am

মুনাফা বাড়ল রহিম টেক্সটাইলের

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের চেয়ে ১৫২ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ’২০-মার্চ ’২১) মুনাফা বেড়েছে ১৫২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে এক দশমিক ৮৪ টাকা। আগের বছরের একই সময়ে হয়েছিল শূন্য দশমিক ৭৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে এক দশমিক ১১ টাকা বা ১৫২ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ইপিএস হয়েছে শূন্য দশমিক ৪৯ টাকা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল চার দশমিক ১৫ টাকা।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৫৯ টাকায়।