মুন্নু ফেব্রিকসের ক্যাটেগরি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটেগরিতে উত্তীর্ণ হলো বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফেব্রিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘জেড’ ক্যাটেগরি থেকে ‘বি’ ক্যাটেগরিতে গেছে কোম্পানিটির শেয়ার। ‘বি’ ক্যাটেগরির অধীনে আজ রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হচ্ছে।

এদিকে চলতি হিাসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৬ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৬৪ পয়সা ঘাটতি, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা ঘাটতি।

মুন্নু ফেব্রিকস ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা আর পরিশোধিত মূলধন ১১৫ কোটি টাকা। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়া হয়নি।