নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির সভা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে ।
সূত্র জানায়, সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের তথ্য জানা যাবে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থনি করছে। ২০১৬৯ সালের সমাপ্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দশমিক নয় পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ৯৪ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।