মুন্সগীঞ্জে প্রশাসনের উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের বাড়ি-ঘর ভাঙচুর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে বাড়ি-ঘর নির্মাণ করায় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামে এই উচ্ছেদ অভিযান চলে।

এ অভিযানে সরকারি ১৬ শতাংশ রাস্তার জায়গার উপর নির্মিত ৩ টি বিল্ডিং, ১ টি আধাপাকা ঘরের অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। এ সময় সহযোগিতায় ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা, সিরাজদিখান থানা পুলিশের একটি দল ও আনসার ভিডিপি সদস্যগণ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জানান, তাদেরকে বারংবার নোটিশ দিয়ে জানানোর পরও তারা জায়গা ছাড়েনি এবং নিজেরাও ভেঙ্গে নেয়নি। তাই আজ জেলা প্রশাসক(ডিসি) মহোদয়ের নির্দেশে এঅভিযান পরিচালনা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।