Print Date & Time : 30 August 2025 Saturday 12:21 am

মুন্সীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের জোড়পুল এলাকার পাওয়ার হাউস সংলগ্ন একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবির রহমান জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বিকালে ওই ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।নিহত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে। ধারনা করা হচ্ছে লাশটি ৫-৬ দিন আগে হত্যা করে দূবৃত্তরা এখানে ফেলে গেছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।