মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অবরুদ্ধ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লস্করদী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন তিতাস গ্যাস কর্মকর্তারা। এ সময় স্থানীয়রা তিতার গ্যাসের কয়েকটি গাড়ি ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখে নানা রকম সেøাগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, গতকাল সকালে গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করি। এ সময় জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ছোট ছোট লাইন বিচ্ছিন্ন করার পর আমাদের একটি টিম লস্করদী এলাকায় বড় একটি গ্যাসলাইন বিচ্ছিন্ন করতে যায়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের অবরুদ্ধ করে ফেলে। তবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আমরা পুনরায় সেখানে অভিযান পরিচালনা করার চেষ্টা করছি।

অভিযানে আরও উপস্থিত ছিলেনÑমেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার অ্যান্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।