Print Date & Time : 29 August 2025 Friday 9:23 am

মুন্সীগঞ্জে এজলাস কক্ষে ব্লেডের আঘাতে পুলিশ সদস্য আহত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বহিরাগত এক ব্যাক্তির ব্লেডের আঘাতে মোহাম্মদ আলী (৫৭) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আদালতের তৃতীয় তলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী মো. জালালকে আটক করেছে কোর্ট পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইনচার্জ মো. জামাল হোসেন।

তিনি জানান, সোমবার দুপুর দেড়টার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসের গেটে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলীর সাথে তর্কে জড়ায় জালাল নামের এক বহিরাগত। এ সময় জালাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষের ভিতরে ওই পুলিশ কনস্টেবলকে এলোপাথারি ব্লেড দিয়ে আঘাত করতে থাকে। এতে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আলী শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হয়। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা আদালতের এজলাস থেকে বহিরাগত জালালকে আটক করেছে।

তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর হাসপালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, পুলিশ সদস্য মোহাম্মদ আলীর পিঠে ও কনুইয়ে আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।