Print Date & Time : 19 July 2025 Saturday 5:04 pm

মুন্সীগঞ্জে করোনায় মৃত পল্লী বিদ্যুতের লাইনম্যানের স্ত্রীও আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে নতুন করে একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি করোনায় মারা যাওয়া পল্লী বিদ্যুতের লাইনম্যানের স্ত্রী। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্ত নারী সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার তার বাড়িতে অবস্থান করেই চিকিৎসা নিচ্ছেন।

গত ১৯ এপ্রিল অসুস্থ্ হয়ে মারা যান মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের লাইনম্যান। দাফনের আগে তার নমুনা সংগ্রহ করা হলে পরবর্তীতে তার করোনা শনাক্ত হয়। এতে ওই লাইনম্যানের স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

পরে রোববার সকালে ৩৭ বছর বয়সী এ নারীর করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে ঢাকা আইইডিসিআর। সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হলে ৪০১ জনের পরীক্ষার ফলাফলে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৫৫ জনের নমুনার ফলাফল এখনও পাওয়া যায়নি।