Print Date & Time : 20 August 2025 Wednesday 11:49 pm

মুন্সীগঞ্জে কান কামড়ে ছিড়ে নিল প্রেমিকার শ্বশুর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদ্রাসার শিক্ষকের মাথার চুল কেটে দিয়ে কান কামড়ে ছিড়ে নিয়েছে প্রেমিকার শ্বশুর।

গতকাল বুধবার (৫ মার্চ) বিকেল ৫ টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসার শিক্ষক শরিফুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

পরকিয়া প্রেমিক শরিফুল ইসলাম(২৫) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজী আঃ ছাত্তারের ছেলে। সে ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলাম মাদ্রাসার ছাত্রী তফা(৬)কে তাদের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ায়। এ সুবাদে ছাত্রী তফার মায়ের সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে।

বুধবার সকালে তফার নানী তাসলিমা বেগম তার মেয়ে ও নাতনিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের নানার বাড়ীতে নিয়ে আসেন।

সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে পরকিয়া প্রেমিক শরিফুল বাড়ৈখালীতে তার প্রেমিকার বাড়িতে আসলে স্থানীয়রা প্রেমিককে আটক করেন।

পরে তাসলিমা বেগম মোবাইল ফোনে তার মেয়ের শ্বশুর ফরিদ মিয়াকে সংবাদ দেন। সংবাদ পেয়ে প্রেমিকার শ্বশুর বিকেল ৫ টার দিকে বাড়ৈখালীতে আসেন এবং স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে প্রেমিক শরিফুলের মাথার চুল কেটে দিয়ে কামড়ে তার ডান কান ছিড়ে ফেলে।

পরে স্থানীয়রা আহত প্রেমিক শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে ভর্তি করেন।

রাতে এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাকিল আহম্মেদ বলেন, ভিকটিম ঢাকায় চিকিৎসাধীন আছেন। ভিকটিমের এখানে কেউ নেই। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা করা হবে।