Print Date & Time : 10 September 2025 Wednesday 2:47 pm

মুন্সীগঞ্জে কারাগারে বিএনপির ৯ নেতা

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ দলটির ৯ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেনের আদালতে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আগে ওই মামলায় বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালতে আবেদন করলে ছয় সপ্তাহের জামিন দেন। আজ মেয়াদ শেষে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলেন।

এর পরিপ্রেক্ষিতে মামলার এজহারভুক্ত জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১১৫ নেতাকর্মী সংশ্লিষ্ট আদালতে জামিনের আবেদন করলে আদালত ৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ওসি জামাল উদ্দিন জানান, বুধবার বিএনপির ১১৫ নেতকর্মী জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইলে বিচারক জেলা বিএনপির সদস্য সচিবসহ ৯ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। এতে গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।