মুন্সীগঞ্জে কুষ্ঠ রোগীদের অধিকারবিষয়ক কর্মশালা

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় গতকাল বুধবার কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক কর্মশালা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস মিলনায়তনের সভাকক্ষে ঢাকা কমিউনিটি বেইসড রিহ্যাবিলিটেশন প্রজেক্টের (ডিসিবিআরপি) এর আয়োজনে ও লার্নিং থ্রি সিক্সটি ডিগ্রি প্রজেক্টের সহযোগিতায়, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার লাভলী প্রভাতী ম্রং ও অসীম কুমার সাহা কুষ্ঠ প্রতিরোধে করণীয় ও  প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে বিভিন্ন পরামর্শবিষয়ক তথ্য উপস্থাপন করেন। পরে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নানা নির্দেশনা দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদারের সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেনÑজনতা ব্যাংকের টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার বিল্লাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সবুজ চৌধুরী, ব্র্যাকের টঙ্গীবাড়ী শাখার মানবাধিকার আইন ও সহায়তাবিষয়ক কর্মকর্তা মোসা. মনোয়ারা বেগম পিও, আব্দুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা মো. রুবেল শেখ, শিপ্রা রায়, সেতারা বেগম, সুধন শীল, শিল্পী বৈরাগী ও বিথী সরকারসহ অনেকে।