Print Date & Time : 10 September 2025 Wednesday 11:25 pm

মুন্সীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চরমুক্তারপুর এলাকায় ‌গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে স্থানীয় হাজী জয়নালের ভবনের চারতলার ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন-কাওসার (৩৬), শান্তা (২৩) ও তাদের দুই শিশুসন্তান ইয়াসিন (৫) ও নোহর (৩)। আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জানান, হাজী জয়নালের চারতলা বাস ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন কাউসার। আজ ভোরে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে রান্নাঘর বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘর ও ফ্ল্যাটের অপর দুটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটের জানালার থাইগ্লাস ও দরজা ভেঙে যায়। ভিতরের মালামালও পুরে যায়। এ সময় কাউসারসহ চার জন দগ্ধ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে কোনোভাবে গ্যাস বের হয়ে ঘরে জমেছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের শিশু সন্তানসহ চার জন আগুনে দগ্ধ হয়েছেন।