Print Date & Time : 3 September 2025 Wednesday 10:21 am

মুন্সীগঞ্জে ঘুষ ছাড়া কনস্টেবল হলেন ৫৫ জন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ:‘চাকরি নয়, সেবা’ এ সেøাগান সামনে রেখে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া মুন্সীগঞ্জে ৫৫ জন নিয়োগপ্রত্যাশী চাকরি পেয়েছেন।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন পুলিশ কনেস্টবল পদে নিয়োগের ফল ঘোষণা করেন। এতে ৪৭ জন পুরুষ ও ৮ জন নারী প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছেন।

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নিয়োগপ্রাপ্তদের সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

এবার ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মুন্সীগঞ্জের ৫৫টি পদের বিপরীতে ১ হাজার ১০৪ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেছিলেন।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খান্দার খায়রুল ইসলাম প্রমুখ।

এ সময় পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান।