Print Date & Time : 29 August 2025 Friday 2:49 am

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় একজন নিহত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে কোমল পানীয় বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এক যাত্রী নিহত হন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।সদর ট্রাফিকের ইনচার্জ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে কোমল পানীয় বোঝাই একটি ট্রাক মুন্সীগঞ্জ শহরে আসছিল। পথিমধ্যে মুক্তারপুর এলাকার সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেখানে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। তার পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ট্রাফিক পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।