মুন্সীগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদরের সিপাহীপাড়া -মিরকাদিম সড়কে ট্রাকচাপায় আপন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকার আল আমিন শৈয়ালের ছেলে। সে স্থানীয় ভট্টাচার্যের ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ওই সড়ক ও বনিক্যপাড়া এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, দুপুরে বাসা থেকে না বলেই সাইকেল চালাতে বের হয় আপন। সাইকেল নিয়ে সে কাঁঠালতলা এলাকায় সড়কে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আপনের। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবক্কর সিদ্দিক  জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা যায়নি, তবে আটকের চেষ্টা চলছে।  দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।