মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল উদ্ধার

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি মর্টারশেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আড়ালিয়া গ্রামের নজরুল ইসলাম বাড়ি নির্মাণের জন্য তার জমিতে মাটি খুঁড়ছিলেন। এ সময় খনন যন্ত্রের সঙ্গে লোহাসদৃশ্য বস্তু উঠে আসে। বস্তুটি দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় ঘটনাটি তারা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ সোমবার রাতে বলেন, ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারশেল। ওই স্থানে পুলিশ পাহারায় রাখা হয়েছে। সেনাবাহিনী সদস্যরাও ওখানে অবস্থান করেছেন। এটা আকারে মোটামুটি বেশ বড়। মর্টারশেল জাতীয় বস্তু হওয়ায় বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।