মুন্সীগঞ্জে নতুন আরও ৩১ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে। আর মৃত্যু হয়েছে ৭ জনের। আজ মঙ্গলবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সর্বমোট ৮১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান- নিপসমে পাঠানো হয়। এদের মধ্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়।

নতুন করে আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ জেলা সদরে ১৫ ও সিরাজদীখান উপজেলায় ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। বাকি একজন আক্রান্ত হয়েছেন শ্রীনগর উপজেলায়।