ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারিসহ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মুন্সীগঞ্জে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন প্রায় শতাধিক শিক্ষার্থী। পরে হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা, এরপর মিছিলটি শহরের সুপারমার্কেট চত্বরে এসে মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে, চলমান নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।