Print Date & Time : 29 August 2025 Friday 6:20 am

মুন্সীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পাঁচদিন পর এক মাদ্রাসা ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ মার্চ) সকালে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় নির্মাণাধীন রেললাইনের পাশের জমি থেকে মো. রাকিব হোসেনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৫ মার্চ উপজেলার লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে হেফজ বিভাগের ছাত্র রাকিব নিখোঁজ হয়।

রাকিবের মামী মদিনা বেগম জানান, রাকিব ও তার ছোট ভাই তাদের বাড়ির কাছের মাদ্রাসায় পড়াশোনা করতো। ১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারে তার ভাই মাদ্রাসায় নেই। খবর পেয়ে রাকিবের অভিভাবকরা মাদ্রাসায় এসে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এসময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার সম্মানহানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন। রাকিবের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শ্রীনগর থানায় এসে ঐদিন রাতেই সাধারণ ডায়রি করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, রোববার সকালে কেয়টখালী এলাকায় অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। মাদ্রাসায় পরিহিত পাঞ্জাবী দেখে রাকিবের স্বজনরা লাশ সনাক্ত করেছেন। রাকিব শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব দ্বিতীয় সন্তান। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।