Print Date & Time : 29 August 2025 Friday 10:30 pm

মুন্সীগঞ্জে নৌকার মিছিল থেকে কাঁচির ক্যাম্পে হামলা

প্রতিনিধি, মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা মার্কার সমর্থকদের মিছিল থেকে কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ক্যাম্পে হামলার ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকাল ৪টার দিকে জেলা শহরের জগদ্ধাত্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় মিজানুর রহমান নামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকালে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের (নৌকা প্রতীক) সমর্থনে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের কাচারি থেকে সুপার মার্কেটের অভিমুখে যাচ্ছিল। এ সময় জগদ্বাত্রীপাড়া এলাকায় একই আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের নির্বাচনী ক্যাম্পে গান বাজানো হচ্ছিল। মিছিলটি ওই ক্যাম্পের সামনে যাওয়ার সময় মিছিল থেকে বেশ কিছু লোকজন প্রথমে ওই ক্যাম্পের গান বন্ধ করতে বলে হামলা চালায়। এ সময় ক্যাম্পে থাকা জিনিসপত্র ভাঙচুর করা হয় ও ককসিটের তৈরি একটি কাঁচি প্রতীক ভেঙে ফেলে। পরে মিছিলে থাকা কয়েকজন নেতাকর্মী হামলাকারীদের নিবারণ করে মিছিল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এদিকে হামলার সময় মিজান নামে একজনকে মারধর করা হয়।

মারধরের স্বীকার মিজান বলেন, ‘আজকে এই ক্যাম্পে মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের উঠান বৈঠক হওয়ার কথা ছিল। সে প্রস্তুতি আমি দেখছিলাম। এখানে নৌকার মিছিল আইসা ওরা লাফালাফি করে বলে সাউন্ডবক্স বাজানো কেন হচ্ছে। এ কথা বলেই আমার গলায় ধরে লাথি, কিল-ঘুষি মেরে ফেলে দেয়।’

ওই ক্যাম্পের দায়িত্বে থাকা সাইফুল বিন সামাদ শুভ্র জানান, হুমকি-ধমকি দিয়ে কাঁচি প্রতীকের ক্যাম্প ভাঙচুর করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।