Print Date & Time : 5 July 2025 Saturday 5:10 pm

মুন্সীগঞ্জে পাঁচ হত্যাকারির বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত ফাইভ মার্ডারের সাথে জড়িতদের সঠিক বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী এলাকায় ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী ও স্বজনরা অভিযোগ করে বলেন, আলোচিত ফাইভ মার্ডার মামলার আসামীরা জামিনে এসে দায়েরকৃত মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এছাড়া ওই মামলার ১৭ জন আসামী প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতারে কোন উদ্যোগ নেই পুলিশের।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৪ জুলাই উপজেলার চরবলাকী ট্যাডী বাজার এলাকায় আলোচিত ফাইভ মার্ডারের ঘটনা ঘটে। নিহত ৩ জনের মরদেহের সন্ধান পাওয়া গেলেও মেলেনি ২ জনের মৃতদেহ। ২ জনের মৃতদেহ গুমের অভিযোগ স্বজনদের।