Print Date & Time : 6 September 2025 Saturday 12:13 am

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর আত্মজীবনী ভাস্কর্য ও ড্রেজার বেইজ উদ্বোধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য ও বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ উদ্বোধন করা হয়েছে।

রোববার(১৩ মার্চ) বিকাল ৪ টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব উদ্বোধন করেন।

পরে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার পরিচালক এনামুল আহসান, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার প্রমুখ।