Print Date & Time : 27 July 2025 Sunday 5:45 pm

মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে টাকা-পয়সার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল দেওয়ান স্থানীয় আজিজ দেওয়ানের ছেলে। বড় ভাই আব্বাসের সঙ্গে রাসেলের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা দ্রুত সিরাজদিখান ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক গতকাল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে মরদেহ ময়নাতদন্তেরর জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানান।