Print Date & Time : 1 September 2025 Monday 4:08 am

মুন্সীগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে কৃষি জমি দখল, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের চরকেওয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে কৃষি জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সরকারি প্রকল্পের নামে সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের চরমুশুরা এলাকায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নামে যেন কৃষি জমি দখল না হয়। ইউনিয়নের কিছু প্রভাবশালী মহল কৃষি জমি দখল করার পাঁয়তারা করছে। আমরা চাই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং সাধারণ কৃষক যাতে তাদের জমির ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধন শেষে ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।