প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে টাকা-পয়সার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে বড় ভাই লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাইকে খুন করেছে। শনিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক।
তিনি জানান, শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাসেল দেওয়ান স্থানীয় আজিজ দেওয়ানের ছেলে। এঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।
ওসি আরও জানান, বড় ভাই আব্বাসের সঙ্গে রাসেলের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা দ্রুত সিরাজদিখান ইছাপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।