Print Date & Time : 23 July 2025 Wednesday 6:49 pm

মুন্সীগঞ্জে মাটি চাপায় ২ শ্রমিকের মৃত্যু

তিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ি নির্মাণের জন্য মাটিতে খুঁড়তে গিয়ে চাপা পড়ে রুবেল হোসেন (৪৫) ও শচিন মণ্ডল (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক শ্রমিক জিল্লু হোসেনকে (৫০) আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাষাড়া এলাকার ইতালি প্রবাসী আফজাল হোসেনের বাড়ি নির্মাণের জন্য পিলার তৈরি করতে গর্ত খুঁড়ছিল নির্মাণ শ্রমিকরা। দুপুর আড়াইটার দিকে গর্তের একপাশে মাটির পাড় ভেঙে পড়লে তিন শ্রমিক মাটি চাপা পড়েন। এ সময় বাড়ির লোকজন ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রুবেল ও সচিনকে মৃত ঘোষণা করেন।

অপর আহত জিল্লুকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রুবেল মধ্যহাসাড়া এলাকার রেজাউল করিমের ছেলে ও সচীন সাতগাঁও এলাকার দীলিপ মণ্ডলের ছেলে।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আফজাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।