প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার(১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
তামিম উপজেলার আটপাড়া ইউনিয়নের বোলতলি গ্রামের আবুল শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তামিম সন্ধ্যার পর বাসা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঘুরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পরে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলার হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মোটরসাইকেল চালক তামিম একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১ টা পর্যন্ত নিহতের মরদেহ হাঁসারা হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Print Date & Time : 8 July 2025 Tuesday 4:51 pm
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সারা বাংলা ♦ প্রকাশ: