প্রতিনিধি, মুন্সীগঞ্জ: দৈনিক ইত্তেফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন শহরের জুবলি সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব।
এ সময় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জল, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ খোকা, সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, আতিকুর রহমান টিপু, মাহবুব আলম লিটন, রাসেল মাহমুদ, সুমন ইসলাম, শেখ মোহাম্মদ রতন, গোলজার হোসেন, ভবতোষ চৌধুরী নুপুর, শেখ মো: শিমুল, মঈনুউদ্দিন সুমন, মাসুদ রানা, আব্দুস ছালাম, জুয়েল রানা, নাদিম হোসাইন, মাসুদুর রহমান, চাকলাদার তানজিল হাসান, সাইফুর রহমান টিটু, হাসান জুয়েল, সাজ্জাদ হোসেন, আরাফাত রায়হান সাকিব, সুজন পাইক, ছোটন, সিহাব আহমেদ প্রমূখ।
প্রসঙ্গত, গত সোমবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের পৌর শিশুপার্ক সংলগ্ন সড়কের পাশে সন্ত্রাসীরা সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলকে ডেকে নিয়ে তার উপর আতর্কিত হামলা চালিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেল নামের একজনকে সোমবার রাতেই আটক করেছে।