Print Date & Time : 8 July 2025 Tuesday 2:41 am

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তানজির আহম্মেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজির আহম্মেদ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর এলাকার মো. আব্দুল দায়েনের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জহির জানান, দুপরে তানজির আহম্মেদ মোটরসাইকেল যোগে ঢাকা হতে মাওয়ার উদ্দ্যেশে রওনা হন। পথে কেয়টখালী এলাকায় রাস্তায় পড়ে থাকা কংক্রিট পাথরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে। এতে মাথায় ও গলায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তানজিরের মৃত্যু ঘটে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।