Print Date & Time : 8 July 2025 Tuesday 5:29 am

মুন্সীগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে ট্রাক খাদে

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক দূর্ঘটনার কবলে পরেছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে  ১২ হাজার লিটার (৬০ ড্রাম) সয়াবিন তেল নিয়ে ট্রাকটি (বগুড়া ট ১১-১২৬৮) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকের  চালক ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজালাল বাবুল বলেন, উপজেলার দঁড়ি বাউশিয়া ষ্টান্ডে ইউটার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।