প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই কোটি টাকা মুল্যের ১০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে সদর উপজেলার হাতিমারা বদরপাড়া এলাকায় রতনের
অবৈধ কারেন্ট জাল আয়রন কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিমারা গ্রামের বদরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় রতনের অবৈধ কারেন্ট জাল আয়রন কারখানা থেকে ১০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জালের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলামের উপস্হিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সহযোগিতা করেন মুক্তারপুর নৌ পুলিশ, জেলা পুলিশ ও ব্যাটেলিয়ান আনসারের সদস্যরা।