Print Date & Time : 28 July 2025 Monday 4:25 pm

মুন্সীগঞ্জ অংশে যান চলাচলে ধীরগতি

শেয়ার বিজ প্রতিনিধি, মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যান চলাচলে ধীর গতি বিদ্যমান রয়েছে। গতকাল শুক্রবার রোজার প্রথম দিন মেঘনা সেতু থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার পর্যন্ত সারিবদ্ধ হয়ে যায় যানবাহন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ‘অন্যান্য দিনের চেয়ে প্রথম রোজার দিনে পরিস্থিতি কিছুটা ভালো। রোজার কারণে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান ও ট্রাকে প্রচুর পরিমাণ ডাল, তেল, ছোলাসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যান ঢাকায় প্রবেশে রোডটিতে বাড়তি চাপ পড়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। ফেনীতে আটকে থাকা যানগুলোও আসতে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘গজারিয়া অংশে দুই প্রান্তের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু দুটি দুই লেন এবং মহাসড়কটি চার লেন হওয়ায় যানবাহনের সেতু পার হতে বিলম্ব হয়। ফলে বেশ কিছুদিন ধরে এই ধীরগতি বা যানজট লেগে থাকে। মূলত সেতুটি দুই লেনের হওয়ায় এখানে এসে যানবাহনের গতি ধীর হয়ে যায়।
কয়েকদিন ধরে এই মহাসড়কে যানজট লেগে আছে। কখনও এই যানজট চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ফেনী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম, কখনও মেঘনা ও মেঘনা গোমতী সেতু, কখনও মুন্সীগঞ্জের গজারিয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কপথে ঢাকা-চট্টগ্রাম যেতে ছয়-সাত ঘণ্টার জায়গায় ১৭-১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায় কখনও কখনও।
আলমগীর হোসেন বলেন, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর পাশেই আরও দু’লেন করে নতুন সেতু তৈরির কাজ এগিয়ে চলেছে। এই সেতু নির্মাণ সম্পন্ন হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।