Print Date & Time : 8 July 2025 Tuesday 10:54 pm

মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীতে চলন্ত লঞ্চ থেকে মা-ছেলের ঝাঁপ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছেন মা-ছেলে। মা জামিরুন বেগম সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে নাঈম হোসেন (২১) নিখোঁজ আছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের চর কিশোরগঞ্জ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাঈম শরীয়তপুরের সখীপুর থানার আক্তার হোসেনের ছেলে। তাকে উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের ডুবুরি দল। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে শরীয়তপুর থেকে ঢাকা সদরঘাটগামী এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ চর কিশোরগঞ্জ এলাকায় এলে জামিরুন বেগমের সঙ্গে ছেলে নাঈম হোসেনের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা রাগ করে চলন্ত লঞ্চ থেকে নদীতে লাফ দেন। মাকে বাঁচাতে ছেলেও লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। পরবর্তীতে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল এবং একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধানে নামে। উদ্ধার কাজ চলমান আছে।