শেয়ার বিজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের কাছে থানের ডোম্বিওয়ালিতে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জনের বেশি। আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
কর্মকর্তারা জানিয়েছে, এমডিসি ধাপ ২-এ অবস্থিত কারখানাটির ভেতরে বয়লারের বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারা কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বলেছেন, অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে।
দেবেন্দ্র ফারনাভিস আরও বলেন, আমুদান রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা দুঃখজনক। এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের চিকিতসার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে আরও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
কর্মকর্তারা ধারণা করছেন, আগুন নেভাতে চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে। কারখানায় বিস্ফোরণের কারণে আশেপাশের জানালা ভেঙে গেছে। আগুন আরও দুইটি ভবনে ছড়িয়ে পড়েছে।