Print Date & Time : 16 August 2025 Saturday 5:34 am

মুরাদকে বহিষ্কারের বিষয়ে যা বললো জামালপুর আওয়ামী লীগ (ভিডিও)

প্রতিনিধি, জামালপুর: প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার পরই সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বহিষ্কার করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। ডা. মুরাদ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদকের পদে ছিলেন।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে এক জরুরী বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।

তিনি জানান, `দলের ভাবমূর্তি ক্ষুন্ন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহিত দেয়ার সিদ্ধান্ত গৃহীহ হয়। আজ রাতের মধ্যেই কেন্দ্রে এই সিদ্ধান্তে কাগজ পাঠানো হবে। দলের প্রথমিক সদস্য পদ থেকে কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা কমিটির নেই, কেন্দ্রীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবে।’ জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বস্তি প্রকাশ করেছে।