Print Date & Time : 19 July 2025 Saturday 5:57 am

মুর্তজা কুরেইরিসের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব!

শেয়ার বিজ ডেস্ক: সৌদিতে সন্ত্রাসবাদে অভিযুক্ত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের কিশোর মুর্তজা কুরেইরিসকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। মুর্তজাকে ২০২২ সালে মুক্তি দেওয়া হতে পারে। তবে ওই সৌদি কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

২০১৪ সালে ১৩ বছর বয়সে মুর্তজাকে গ্রেফতার করা হয় দশ বছর বয়সে করা ‘অপরাধের’ দায়ে। আরব বসন্তের সে সময়ে ২০১১ সালে কিশোর মুর্তজা সাইকেল র‌্যালিতে অংশ নিয়ে বলেছিল, সে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতি সমুন্নত দেখতে চায়। তবে কুরেইরিসের সেই ‘প্রতিবাদ’ সৌদি কর্তৃপক্ষের সহ্য হয়নি।

তাই ১২ বছরের প্রাথমিক সাজা দেওয়া হয়েছিল মুর্তজা কুরেইরিসকে। তবে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় মুর্তজাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ।

মুর্তজাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এমন খবর প্রকাশিত হলে বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানায় ও অনলাইনে নিন্দার ঝড় উঠে। সেই পরিপ্রেক্ষিতে হয়তো সিদ্ধান্ত বদলালো সৌদি আরব। এবছর এপ্রিলে দেশটিতে সন্ত্রাসবাদের তিন কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।