ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫১তম শাখা গতকাল বরিশালের মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বরিশাল
জোনপ্রধান মো. আবদুস সালাম। গ্রাহক ও সুধীদের পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ খান, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মুলাদী থানার ওসি ফয়েজ আহমেদ, শিক্ষাবিদ কবির হোসেন খান, মুহা. হারুনুর রশীদ ও রফিকুল ইসলাম, ব্যবসায়ী এফএম মাইনুল ইসলাম ও সাংবাদিক হুমায়ুন কবির। বিজ্ঞপ্তি