Print Date & Time : 14 August 2025 Thursday 8:12 pm

মুলাদীতে ইসলামী ব্যাংকের শাখা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫১তম শাখা গতকাল বরিশালের মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বরিশাল

জোনপ্রধান মো. আবদুস সালাম। গ্রাহক ও সুধীদের পক্ষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ খান, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মুলাদী থানার ওসি ফয়েজ আহমেদ, শিক্ষাবিদ কবির হোসেন খান, মুহা. হারুনুর রশীদ ও রফিকুল ইসলাম, ব্যবসায়ী এফএম মাইনুল ইসলাম ও সাংবাদিক হুমায়ুন কবির। বিজ্ঞপ্তি