ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অনুশীলনে চোট পান মুশফিকুর রহিম। মাঠ ছাড়েন ডান হাতে পাওয়া তীব্র ব্যথা নিয়ে, যে কারণে তাকে নিয়ে জেগেছিল টাইগার শিবিরে শঙ্কা। তবে গতকাল এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিয়েছেন স্বস্তির খবর। হাতে কোনো চিড় ধরা পড়েনি তার। তবে আজ মাঠে নামা নিয়ে
শঙ্কা পুরোপুরি কাটেনি এখনও।
গত পরশু নেটে মোস্তাফিজুর রহমান আর স্থানীয় এক নেট বোলারের বল খেলছিলেন মুশফিকুর রহিম। বেশ কিছুক্ষণ ব্যাট করার পর আচমকা একটি বল এসে লাগে তার ডান হাতে, যে কারণে দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। মাঠে ঘণ্টা তিনেক আইসিং করেন। এর পরই বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় মুশফিকের চোট গুরুতর মনে হয়নি। তবে গতকাল স্থানীয় সময় সকালে জানা যায়, এক্স-রেতে চিড় ধরা পড়েনি মুশির, তবে ‘সফট টিস্যু ইনজুরি’। এ ধরনের চোটে ব্যথা বা ফোলা থাকে অনেকক্ষণ। তাই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে।
চলতি বিশ্বকাপে চোট যেন লেগেই আছে টাইগারদের। এর আগে তামিম ইকবাল-সাকিব আল হাসানও একই সমস্যায় ভুগেছিলেন। তারা অবশ্য সুস্থ আছেন। তবে টাইগারদের নতুন করে চিন্তায় ফেলেছেন মুশফিকুর রহিম।