দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ সামাজিক জীব। তাই সমাজে বসবাস করতে হলে পরিবারের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়। পৃথিবীর সবচেয়ে আদি সংগঠন হলো পরিবার। পরিবার হলো একক সংগঠন, যেখানে স্বামী-স্ত্রী, বাবা-মা ও ভাইবোন একত্রে বসবাস করেন। পরিবার সামাজিক শৃঙ্খলার ভিত্তি তৈরিতে সাহায্য করে। সামাজিক শৃঙ্খলার অন্যতম উপাদান হলো মূল্যবোধ। সমাজবিজ্ঞানীদের মতে, ভালো-মন্দ সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা তাকেই মূলত মূল্যবোধ বলে। মূল্যবোধ ও পরিবার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। শিশুর মূল্যবোধ গঠনের প্রাণকেন্দ্র হলো পরিবার। সমাজে অপরাধ সংঘটিত হওয়ার প্রধান কারণ হলো মূল্যবোধের অবক্ষয়। মূল্যবোধের অবক্ষয়ের মূলে রয়েছে ধর্মবিমুখতা, ধর্মের অপব্যবহার, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব ও অশালীন আচরণ।
বর্তমান সমাজে আতঙ্কের আরেক নাম কিশোর গ্যাং, যা আমাদের সমাজ ও দেশে সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ছে। তারা ছিনতাই, আহাজারি, ইভটিজিং, চাঁদাবাজি, এমনকি হত্যার মতো অপরাধের সঙ্গে জড়িত। সম্প্রতি পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে ১৭৩টি কিশোর গ্যাং রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কিশোর গ্যাং গড়ে ওঠার মূল কারণ হলো পারিবারিক মূল্যবোধের অভাব। সরকারের পক্ষে এককভাবে এই আপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়, সমাজের প্রত্যেকের নিজ নিজ প্রচেষ্টার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব। একটি সুস্থ-সুন্দর পরিবারের মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে। ছোট থেকেই শিশুদের মূল্যবোধের শিক্ষা দেয়া খুবই প্রয়োজন। যেমন বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, ধর্মীয় অনুপ্রেরণা, আইনের শাসন মেনে চলা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি।
এছাড়া শিশুদের যান্ত্রিক ডিভাইস থেকে বিরত রেখে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমানে নারীদের বিভিন্ন জায়গায় ইভটিজিং ও অসম্মানের শিকার হতে হয়। নারীদের সম্মান ও শ্রদ্ধা করার শিক্ষা কিন্তু পরিবার থেকেই গড়ে তুলতে হবে। আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, ধর্ষণের মতো জঘন্য অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত বছর ধর্ষণের মামলা হয়েছে পাঁচ হাজারের বেশি, আগের বছর ছিল এক হাজারের বেশি। বাংলাদেশ প্রতি এক লাখ নারীর মধ্যে প্রায় ১০ জন ধর্ষণের শিকার হন। ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হলো পারিবারিক মূল্যবোধের অভাব। এজন্য পুঁথিগত শিক্ষার চেয়ে পরিবারিক মূল্যবোধের শিক্ষা অতি প্রয়োজন। পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এবং মানুষের মধ্যে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
কোনো শিশুর মধ্যে বিভিন্নভাবে মূল্যবোধের অবক্ষয় দেখা দিতে পারে। বাবা-মায়ের বিচ্ছেদ ও কলহপূর্ণ পরিবার মূল্যবোধ গঠনের প্রধান অন্তরায়। শিশুরা অনুকরণপ্রিয়। বাবা-মায়ের মধ্যে অপরাধপ্রবণতা থাকলে শিশুদের মধ্যে অপরাধপ্রবণতা দেখা যায়। মূল্যবোধ গঠনের মূল মন্ত্রই হলো সুশৃঙ্খল পরিবার। আসুন, আমরা সবাই একটি সুশৃঙ্খল পরিবার গঠন করি এবং শিশুদের মূল্যবোধের শিক্ষা দিই। মূল্যবোধ চর্চার মাধ্যমে দেশ ও সমাজের পরিবর্তন করা সম্ভব।